ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ — দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই দাম ছিল ১৭৫ টাকা। খোলা সয়াবিন তেল এবং খোলা পাম তেলের দামও প্রতি লিটারে ১২ টাকা করে বেড়ে এখন ১৬৯ টাকা হয়েছে।
এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৮৫২ টাকা থেকে বাড়িয়ে ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ১৩ এপ্রিল, রবিবার থেকে কার্যকর হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে ভোজ্যতেল ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। একই তথ্য জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও।
সংগঠনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আগে সরকার পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে এনেছিল। এছাড়া স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়েও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। তবে সেই সুবিধার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ায় এখন আমদানি ও উৎপাদনের ওপর পূর্ণ ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
ভ্যাট বৃদ্ধির ফলে প্রতি লিটার সয়াবিন তেলের যৌক্তিক দাম ১৯৮ টাকা হওয়ার কথা থাকলেও, ভোক্তার স্বার্থে সেটি ৮ শতাংশ কমিয়ে ১৮৯ টাকায় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সমিতি।
তেল আমদানিকারক ও পরিশোধনকারীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলার সংকট ও ভ্যাট সমন্বয়ের কারণে অভ্যন্তরীণ বাজারে এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে উঠেছে।
নতুন দামের ফলে সাধারণ ভোক্তাদের ওপর আরও চাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারের খরচ বাড়বে উল্লেখযোগ্যভাবে।