রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আফছার আলী সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেলে রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নতুন বাজার এলাকার পুলিশ লাইন সংলগ্ন স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে মরহুম আফছার আলী সরদারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. আ. গফুর মণ্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, আবুল হোসেন কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, জিয়া মঞ্চ জেলা শাখার আহ্বায়ক মাহফিজুর রহমান মাহফুজ, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন খান গিটার, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. রঞ্জু আহমেদ প্রমুখ।
বক্তারা মরহুম আফছার আলী সরদারের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। তার অবদান রাজবাড়ীর বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যাবে।