রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় জেলে কবির হোসেনের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বিশাল বাগাইড় মাছ। মাছটি দৃষ্টিনন্দন আকার ও ওজনের কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
বুধবার (২ জুলাই) বেলা ১০টার দিকে পাটুরিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। খবর পেয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জেলে সঙ্গে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১৪০০ টাকা দরে ৪০,৬০০ টাকায় মাছটি কিনে নেন। পরে ঢাকার এক সৌখিন মাছপ্রেমীর কাছে তা প্রতি কেজি ১৫০০ টাকা দরে ৪৩,৫০০ টাকায় বিক্রি করেন তিনি।
ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কিনেই বিভিন্ন জায়গায় ফোন করে যোগাযোগ করি। পরে ঢাকার একজন ক্রেতা আগ্রহ দেখান এবং আমি সেটি বিক্রি করি।’
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘বর্ষা মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যেই বড় বড় মাছ ধরা পড়ে। তবে বাগাইড় মাছ বিক্রি হলেও এটি আসলে বিপন্ন প্রজাতির আওতায় পড়ে।’
তিনি আরও জানান, ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী বাগাইড় মাছ ধরা ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। তবে এই আইনটি বন বিভাগের আওতাধীন হওয়ায় মৎস্য বিভাগ সরাসরি ব্যবস্থা নিতে পারে না।’