রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা (৪২), এবং সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮)।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) সাব্বির হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, ৪ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে রাজবাড়ী সরকারি কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে রাজবাড়ী টিএনটি এলাকায় শান্তিপূর্ণ মিছিল করেন। এ সময় এজাহারভুক্ত ৪৪ জন ও শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ককটেল নিক্ষেপ ও গুলি চালিয়ে শিক্ষার্থীদের গুরুতর জখম করে।
এ ঘটনায় ২৬ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ রাজবাড়ী সদর থানায় এফআইআর নং ১০ অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়, যার মধ্যে রয়েছে দণ্ডবিধির ১৪৩/১৪৮/৩০৭/৩২৩/৩২৬/৪২৭/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারা।
রাজবাড়ী থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।