রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ নির্বাচনে তিনজন মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করেন—১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আইয়ুব খান, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম সরদার এবং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মজিদ খাঁ। মোট ভোটার সংখ্যা ছিল ১৩। ভোটের মাধ্যমে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আইয়ুব খান প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু বক্কর সিদ্দিক জানান, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মান্নান মিয়া প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করলে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ শিউলি আক্তার সেই দায়িত্ব সাময়িকভাবে পালন করে আসছিলেন। পরে চেয়ারম্যান সকল মেম্বারদের সমমতিতে নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচনের ঘোষণা দেন। একাধিক মেম্বার আগ্রহ প্রকাশ করায় ভোটের মাধ্যমে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়।
নির্বাচনে বিজয়ী প্যানেল চেয়ারম্যান মোঃ আইয়ুম খানকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ নাছিরউদ্দিন সত্তার, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।