১ মে — নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম গোলাপ মিয়া (৩১)। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং পাইক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে শ্রীরামপুর গ্রামের পাশের হাওরে বোরো ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল বজ্রপাত হয়। এ সময় গোলাপ মিয়া বজ্রাঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত কৃষকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বোরো মৌসুমের ধান কাটার এই ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।