রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ঘাট এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সকাল ১০টা থেকে গোয়ালন্দ উপজেলা বাসীর ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলী খান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কাজী মনিরুজ্জামান মনি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার।
বক্তারা অভিযোগ করেন, দৌলতদিয়া ৭ নম্বর ঘাট এলাকা থেকে প্রতিদিন একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এই কারণে ঘাট এলাকায় ভাঙনের ঝুঁকি দিন দিন বাড়ছে। অথচ প্রশাসন তা দেখেও নীরব ভূমিকা পালন করছে। তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়াও বক্তারা দৌলতদিয়া পুরা ভিটা এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ তুলে দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানান।