চট্টগ্রাম, ২ মে ২০২৫ — চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় একটি কাটা পাহাড় ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিসবাহ হোসেন (১১) ও মো. রোহান (১১)। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সময় তারা সহপাঠীদের সঙ্গে একটি টিলা আকৃতির কাটা পাহাড় এলাকায় খেলতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ের অংশ ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মিসবাহ ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শিশু সিয়াম ও সিফাত বর্তমানে চিকিৎসাধীন।
শিশুদের পরিবারে চলছে শোকের মাতম। মিসবাহর মা রোফা আকতার বিলাপ করে বলেন, ‘মাত্র ১০ মিনিট আগে ঘর থেকে বের হয়েছিল। বলেছিল, খেলতে যাচ্ছি। এখন আমার ছেলেটা নেই।’ রোহানের বাবা আবদুর রহিম বাকরুদ্ধ, আর মা ডেইজি আকতার বারবার জ্ঞান হারাচ্ছেন সন্তানের মৃত্যুতে।
স্থানীয়রা জানান, কেইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কাজ চলছে। ফাটল ধরা এসব পাহাড়ে বৃষ্টির প্রভাব ছাড়াই ধস নামছে। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, ‘ধসের স্থানটি খুব বেশি উঁচু ছিল না। সেখানে শিয়ালের গর্ত ছিল এবং শিশুরা সম্ভবত খেলার সময় গর্তে মাটি সরাচ্ছিল। তখনই ধস নামে। আমরা ভুক্তভোগী পরিবারগুলোর পাশে রয়েছি।’
স্থানীয়রা এই ঘটনাকে একটি বড় ধরণের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি হিসেবে দেখছেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও পাহাড় কাটার অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড এবং শিশুদের নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।