ঢাকা, ১ মে: রাজধানীর ভাটারা এলাকায় ‘ফেমডম সেশন’-এর আড়ালে বিকৃত যৌনাচার ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার হওয়া নারীরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
বৃহস্পতিবার বিকেলে ভাটারার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিকৃত যৌনাচারে ব্যবহৃত চাবুক, বিশেষ ধরনের পোশাক, হাই হিল, বুট জুতা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত নারীরা নিজেদের ‘মিসট্রেস’ পরিচয়ে সামাজিক মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন এবং নির্যাতনের জন্য অর্থ গ্রহণ করতেন। পরে নির্যাতনের ভিডিও ধারণ করে তা টেলিগ্রাম ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিতেন।
এই চক্রের কর্মকাণ্ড ফাঁস হয় একজন ভুক্তভোগী মো. আব্দুল্লাহ’র অভিযোগের পর। তিনি জানান, ২৯ এপ্রিল ফেসবুকে এক নারী প্রোফাইলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হয় এবং তাকে ৫০০ টাকা বিকাশে পাঠাতে বলা হয়। এরপর তাকে একটি নির্দিষ্ট বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখতে পান, একজন পুরুষকে উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছে এবং তা মোবাইলে ধারণ করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এটি একটি সংগঠিত চক্র, যারা বিকৃত যৌনাচার ও পর্নোগ্রাফি ছড়িয়ে সামাজিক মূল্যবোধে আঘাত হানছে। জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।