বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান এখন ব্যস্ত আইপিএল ও পিএসএলে নিজেদের দল নিয়ে। ইতিমধ্যে দুইজনই দেশের ক্রিকেট বোর্ড বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (NOC) পেয়ে গেছেন। এখন শুধু দলের একাদশে জায়গা পেলেই মাঠে নামবেন তারা।
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাঁহাতি পেসার মোস্তাফিজ। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবারের আইপিএল থেকে সরে যাওয়ায় দিল্লির একমাত্র বাঁহাতি পেসার হিসেবে মোস্তাফিজের খেলার সম্ভাবনা বেড়েছে।
বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফ নিশ্চিত করতে হলে দলকে জিততে হবে বাকি তিন ম্যাচে। ম্যাচ তিনটিই তাই হতে যাচ্ছে ‘অল-বিকল্প’ লড়াই।
দিল্লি ক্যাপিটালসের বাকি ম্যাচ সূচি:
মোস্তাফিজের আইপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং স্টার স্পোর্টস ১।
অন্যদিকে, সাকিব আল হাসান রয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের স্কোয়াডে। গ্রুপ পর্বে লাহোরের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ।
লাহোর কালান্দার্সের বাকি ম্যাচ:
এ ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখা হচ্ছে। কারণ, জয় পেলে লাহোর পাবে প্লে-অফের টিকিট, আর হারলে বাদ পড়বে টুর্নামেন্ট থেকে।
সাকিবের লাহোর কালান্দার্সের খেলা দেখা যাবে নাগরিক টিভি এবং পিটিভি স্পোর্টস-এ সরাসরি সম্প্রচারে।
তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে—পাকিস্তান সিরিজকে সামনে রেখে বিসিবি কি মোস্তাফিজের আইপিএল খেলার মেয়াদ বাড়াবে? কারণ, বাংলাদেশ দলের আসন্ন হোম সিরিজের প্রস্তুতি শুরু হবে শিগগিরই। সেক্ষেত্রে মোস্তাফিজ-সাকিব দুজনেরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা নির্ভর করছে বিসিবির পরবর্তী সিদ্ধান্তের ওপর।
তবে আপাতত দুই তারকার সামনে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ—দর্শকদের জন্যও বাড়তি উত্তেজনার খোরাক।