কক্সবাজারের চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর এক ব্যবসায়ীকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম জিয়া উদ্দিন কাজল। তিনি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের হেতালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত নূর হোসেনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “ব্যবসায়ী জিয়া উদ্দিনকে উদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করেছে। অবশেষে সফলতা এসেছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের বিস্তারিত জানা হচ্ছে। একই সঙ্গে অপহরণে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
গত ৬ এপ্রিল রাত ৮টার দিকে খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় করে দুর্বৃত্তরা জিয়া উদ্দিনকে অপহরণ করে। ঘটনার তিন দিন পর, ৯ এপ্রিল, তার স্ত্রী নুসরাত জাহান চকরিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়।
নাম উল্লেখ করা আসামিরা হলেন—শিব্বির আহমদ, মো. সালাহ উদ্দিন, মো. আলী ওরফে আলী আহমদ এবং মো. মিন্টু। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং অপহরণের মূল উদ্দেশ্য প্রকাশের দাবি জানিয়েছে।