সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুই মন্ত্রিপরিষদ উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির বিষয়টি গত কয়েক দিন ধরেই গুঞ্জন থাকলেও, আজ তা আনুষ্ঠানিকভাবে জানানো হলো। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ১৪ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের পর গঠিত সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠতে থাকে, যা শেষ পর্যন্ত তাঁর অব্যাহতির কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে দপ্তরে উপস্থিত না থাকায় এবং নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টার দপ্তর থেকেই তাঁকে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তুহিন ফারাবী ২০২৪ সালের ২ অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তাঁর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল বলেও জানা যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লিখিত হয়, সংশ্লিষ্ট উপদেষ্টারা যত দিন দায়িত্বে থাকবেন বা তাঁদের ইচ্ছামতো এসব কর্মকর্তাদের বহাল রাখা হবে—এই শর্তেই নিয়োগ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখন তাঁদের দায়িত্ব শেষ করা হলো।