রাজবাড়ী শহরের পাবলিক হেল্থ মোড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সকালে পাবলিক হেলথ মোড়ে জামান স্টোরের বারান্দায় মরেদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। রুবেল সরদার (৩৯) নামে উক্ত ব্যক্তির মরদেহ সকাল সাড়ে ৭টায় পুলিশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রুবেল সরদার রাজবাড়ী রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামের মৃত আলম সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, এক সময় রুবেল সরদার পাবলিক হেলথ মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন। তবে ছয় মাস আগে দোকান বিক্রি করে তিনি বেকার হয়ে পড়েন। তারপর থেকে কোনো স্থায়ী কর্মে যুক্ত ছিলেন না। তিনমাস আগে তার স্ত্রীও ঝগড়া করে বাবার বাড়ীতে চলে যায়।
জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহীন বলেন, “গতকাল সন্ধ্যায় ঝড় হচ্ছিল বলে আগেই দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে শুনি আমার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে।”
নিহতের ছোট ভাই জুয়েল সরদার বলেন, “গতকাল রাত ১১টার দিকে আমি তাকে বাড়িতে দেখেছি। তখন বিদ্যুৎ ছিল না। কখন সে বাড়ি থেকে বের হয়েছে, বুঝতে পারিনি। সকালে শুনি ভাইয়ের মরদেহ পাওয়া গেছে। আমি মনে করি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তার নাকে আঘাতের চিহ্ন ছিল। যদি এটি হত্যাকাণ্ড হয়, আমি তার বিচার চাই।”
নিহতের স্ত্রী বন্যা বেগম বলেন, “আমার স্বামী ঠিকমতো কাজ করতো না, এজন্য আমি একমাত্র মেয়েকে নিয়ে তিন মাস ধরে বাবার বাড়ি শহরের আঠাশ কলোনিতে থাকি। গতকাল রাত ৮টার দিকে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। মেয়ের জন্য অনেক খাবার কিনে নিয়ে যায়। একটু পরে চলে যায়। সকাল ৬টার দিকে শুনি সে মারা গেছে। ২০১৯ সালে তার প্রথম হার্ট অ্যাটাক হয়। তখন ফরিদপুরে নিয়ে চিকিৎসা করাই। পরে আরও দুবার হার্ট অ্যাটাক হয়েছিল।”
ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”