আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে রাজবাড়ী জেলায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বুধবার (৩০এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন পরিবহনে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি বাস থেকে মোট ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং বাসচালকদের কাছ থেকে মোট ৯,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান চলাকালে শব্দদূষণের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্টের সময় রাজবাড়ী জেলা পুলিশের একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।