রাজবাড়ীর পদ্মা নদীতে জাহাজ শ্রমিকের মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌ-পুলিশ। গ্রেফতারকৃত সুমানা পারভীন সেতু (২৪) নিজেকে দোষী স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল (২০২৫) দুপুর ১২:৩০ মিনিটে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌ-পুলিশের যৌথ অভিযানে চর বালিয়াডাঙ্গা এলাকায় তার বাবার বাড়ি থেকে আসামী সুমানা পারভীন সেতুকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় ২৮ এপ্রিল দায়ের হওয়া এফআইআর নং-৪০, ধারা ৩০২/২০১/৩৪ (পেনাল কোড ১৮৬০)-এর আলোকে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। নিহত ব্যক্তিকে পোশাক দেখে শনাক্ত করা হয়, কারণ মরদেহ ছিল মস্তকবিহীন।
গ্রেফতারের পর আসামী সুমানা পারভীন সেতু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনের কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।