পাকিস্তান সফরে পৌঁছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ সোমবার ফিল সিমন্সের অধীনে নিজেদের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলা মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন আগে থেকেই লাহোরে অবস্থান করছিলেন। বাকি খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে পৌঁছে আজ একসঙ্গে অনুশীলনে যোগ দেন।
প্রথমে পাঁচ ম্যাচের সিরিজ নির্ধারিত থাকলেও সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে সিরিজটি সংক্ষিপ্ত করে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে। লাহোরেই ২৮, ৩০ ও ৩১ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। এছাড়া পেসার নাহিদ রানা নিজে থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।
সিরিজ শুরুর আগে অনুশীলনে মূলত ফিল্ডিং ও ফিটনেস নিয়ে কাজ করা হয়। ব্যাটিং-বোলিং ইউনিটও আলাদা আলাদাভাবে প্রস্তুতি নেয়। মিরাজ ও রিশাদের পিএসএল অভিজ্ঞতা দলের জন্য বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন কোচ সিমন্স।
দলের তরুণ সদস্যদের নিয়ে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট। কোচ সিমন্স জানিয়েছেন, “সিরিজটা আমাদের জন্য বড় পরীক্ষা। আমরা তরুণদের সুযোগ দিচ্ছি এবং আশা করি ওরা নিজেদের প্রমাণ করবে।”
পাকিস্তানের বিপক্ষে ২৮ মে শুরু হচ্ছে প্রথম টি-টোয়েন্টি। সিরিজে লড়াই জমে উঠবে বলেই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।