টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক এক কর্মশালা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, পাংশা উপজেলার শিক্ষক বন্দনা অধিকারী, বিকাশ সরকার, বাসুদেব মন্ডল ও অশোক কুমার দাস।
কর্মশালায় সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক লিটন শিকদার।
কর্মশালায় রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার ৬৮টি মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক, মন্দির কমিটির সভাপতি ও অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজনে বক্তারা বলেন, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম শুধু প্রাথমিক শিক্ষায় নয়, শিশুদের মধ্যে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় সহনশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়ছে।
কর্মশালায় শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ পরিকল্পনা, শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষাব্যবস্থা সংযুক্ত করে এই প্রকল্পের কার্যকারিতা বাড়ানো হবে।