মাগুরায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হাজিপুর সম্মিলনী কলেজের তিন শিক্ষার্থী। নিহতরা হলেন—সাজিম (১৯), জয় (২০) এবং রবিন (২০)। তারা তিনজনই মাগুরা সদর উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে রোববার (১ জুন) বিকেল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় এলাকায়।
নিহত সাজিম কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে, জয় বরইচারা গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে এবং রবিন হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই জয় ও রবিন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সাজিমকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিমের পরিবার সূত্রে জানা যায়, তিনি মাগুরা শহরের কাউন্সিলপাড়ায় রাজিব স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথে সহপাঠী রবিন ও বন্ধু জয় তাকে মোটরসাইকেলে তুলে নেয়। এরপরই ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সিদ্ধার্থ সাহা বলেন, “দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়কের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।