রাজবাড়ীর স্বপ্নডাঙ্গা পাঠশালায় মঙ্গলবার দিনব্যাপী এক বর্ণিল ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবটি শিক্ষার্থীদের উদ্যোগ ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় এক আনন্দঘন ও শিক্ষামূলক অনুষ্ঠানে পরিণত হয়।
উৎসবের মূল লক্ষ্য ছিল মৌসুমি ও দেশীয় ফল সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অমিতা চক্রবর্তী। তিনি মৌসুমি ফলের পুষ্টিগুণ এবং নিয়মিত ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন।
এরপর শিক্ষার্থীরা দলগতভাবে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, জাম, পেয়ারা, আনারস সহ নানান দেশীয় ফল নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করে। প্রতিটি ফল সম্পর্কে তারা তৈরি করে তথ্যসমৃদ্ধ পোস্টার—যাতে ফলের নাম, পুষ্টিগুণ, মৌসুমি পরিচিতি এবং চাষাবাদ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়।
কুইজ, গান, গল্প—সবই ছিল ফলকেন্দ্রিক
ফলভিত্তিক কুইজ প্রতিযোগিতা, গান, চিত্রাঙ্কন ও গল্প বলার মতো নানা আকর্ষণীয় আয়োজন ছিল দিনব্যাপী অনুষ্ঠানে। প্রতিটি পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাঠশালার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি তানজিম আফরোজ।
দিনটি শেষ হয় ফলভোজ দিয়ে
উৎসবের সমাপ্তিতে আয়োজন করা হয় ফলভোজ। শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা একসঙ্গে বসে উপভোগ করেন তাজা ও রসালো দেশীয় ফলের স্বাদ। এতে দিনটি হয়ে ওঠে আনন্দ, শিক্ষা ও স্বাদে পরিপূর্ণ এক অভিজ্ঞতা।
প্রধান শিক্ষক অমিতা চক্রবর্তী জানান,
“এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি, দেশীয় সংস্কৃতি ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষামূলক আনন্দঘন উৎসব উপহার দেওয়ার জন্য স্বপ্নডাঙ্গা পাঠশালার এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে অভিভাবক ও এলাকাবাসীর কাছ থেকেও।