বিশ্ব এখন ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং পাল্টা হামলার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, ‘বিশ্ব আজ বিপর্যয়ের মাত্র কয়েক মিলিমিটার দূরে।’
বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে জাখারোভা বলেন, ‘ইসরায়েল বারবার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এটি অত্যন্ত ভয়ানক এবং অপ্রত্যাশিত হলেও এর ফলাফল অনুমানযোগ্য—আর তা গোটা বিশ্বে প্রভাব ফেলতে পারে।’
তবে এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রয়েছে বলেও মনে করছেন এই রুশ মুখপাত্র। তার ভাষায়, ‘সংকট গভীর হলেও আলোচনার টেবিলই শান্তিপূর্ণ সমাধানের একমাত্র ভরসা। রাশিয়া এই পথে অগ্রসর হওয়ার পক্ষে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও উদ্বেগ জানিয়েছে মস্কো। ইসরায়েলকে সামরিক সহায়তা দিলে তা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি জানান, রাশিয়া ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পরিস্থিতি শান্ত করতে সক্রিয় হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংকট যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে, যা কেবল অঞ্চলেই নয়, বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাদের মতে, কূটনীতি ও সংলাপই এখন একমাত্র গ্রহণযোগ্য পথ।
বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে এখন প্রশ্ন—এই সংকট কি নিয়ন্ত্রণে আনা যাবে, নাকি মানবজাতিকে আবারও একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে?