রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে নিজ ঘর থেকে মনিরা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত মনিরা বেগম ওই গ্রামের মমিন শেখের মেয়ে। তিনি ২০০১ সালে একই গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল মিঠু ও মনিরার মধ্যে। মিঠু মিয়ার পরকীয়ার সম্পর্কের কারণে সংসারে অশান্তি নেমে আসে।
নিহতের পরিবার দাবি করেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ভোররাতে ঘরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং সকালেই পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মনিরা ও মিঠু মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে মীম ঘটনার প্রত্যক্ষদর্শী। সে সাংবাদিকদের জানান, “আমার আব্বু-আম্মু ঘুমাতে গেছিলো। অনেক রাতে আব্বু আমার আম্মুকে জোরে টানাটানি করতেছিল। আমি তখন জেগে যাই। পরে আব্বু বালিশ চাপা দিয়া আমার আম্মুকে মাইরা ফালাইছে।”
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, “নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে শিশুর বক্তব্যে আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে নিচ্ছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি আরও বলেন, “নিহতের স্বামী মিঠু মিয়াকে আমরা থানায় নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদ করছি। পরিবার থেকে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।”