“বাংলার সংস্কৃতি, আমার প্রতিকৃতি”—এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বর্ষা উৎসব ১৪৩২, যার নামকরণ করা হয়েছে ‘জলদ তালে’। শুক্রবার (২০ জুন) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পদ্মাপুলক প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, পাংশা ইউএনও এস এম আবু দারদা, বালিয়াকান্দি ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান, কালুখালী ইউএনও মহুয়া আফরোজ, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান, এনডিসি নাহিদ আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
উৎসবে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “রাজবাড়ী জেলাটি পদ্মাকন্যা খ্যাত। এই পদ্মার পাড়টিকে আমরা সক্রিয়ভাবে সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করছি। ইতোমধ্যে ‘পদ্মাপুলক’ নির্মাণ করা হয়েছে, বসার স্থান তৈরি করা হয়েছে। আসন্ন বৃক্ষরোপণ মৌসুমে আমরা এখানে নানা প্রজাতির বৃক্ষ রোপণ করবো। সকল নাগরিকের দায়িত্ব এই জায়গাটির পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখা। কেউ যেন ময়লা ফেলে পরিবেশ নষ্ট না করে, সেই সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক আয়োজন। জেলা শিল্পকলা একাডেমি এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। অতিথি শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজন রাজবাড়ীর সংস্কৃতিপ্রেমীদের এক আনন্দঘন পরিবেশ উপহার দেয়।
রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সংগতিপূর্ণ এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতন মহল। বর্ষা উৎসব ‘জলদ তালে’ রাজবাড়ীবাসীর মাঝে পরিবেশ, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে—এমনটাই মনে করছেন সকলে।