বর্ষা মানেই একদিকে যেমন প্রকৃতির প্রশান্তি, অন্যদিকে ঘরোয়া কাজে কিছুটা বাড়তি ঝক্কি। তার মধ্যে অন্যতম সমস্যার নাম—ভেজা জামাকাপড় শুকানো। দিনের পর দিন রোদ না থাকলে কাপড় শুকাতে সময় লাগে বেশি, আবার স্যাঁতস্যাঁতে অবস্থায় জামাকাপড়ে দুর্গন্ধ এবং জীবাণু জন্ম নেয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।
অতিরিক্ত পানি ঝরিয়ে নিন:
কাপড় ধোয়ার পর সরাসরি দড়িতে না দিয়ে বাথরুমে কিছু সময় ঝুলিয়ে রাখুন, যেন অতিরিক্ত পানি ঝরে পড়ে। এরপর কাপড় দড়িতে মেলে দিন বা ফ্যানের নিচে রাখুন। ভারী কাপড় যেমন জিন্স, চাদর ইত্যাদি এমনভাবে ঝুলিয়ে শুকালে সময় বাঁচে।
ঘরের মধ্যে ফাঁকা জায়গা কাজে লাগান:
ছাদ বা বারান্দা ব্যবহার করা সম্ভব না হলে ঘরের মধ্যেই কাপড় শুকাতে পারেন। একটি খালি ঘরে দড়ি টাঙিয়ে বা হ্যাঙ্গারে কাপড় মেলে দিন এবং পাখা চালিয়ে রাখুন। এতে দ্রুত শুকবে কাপড় এবং দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাও কমবে।
হ্যাঙ্গারে শুকানোর পদ্ধতি:
বিশেষ করে পাতলা বা ছোট কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে বাতাস চলাচল ভালো হয় এবং কাপড় দ্রুত শুকিয়ে যায়। এই পদ্ধতি ঘরের মধ্যে খুব কার্যকর।
ওয়াশিং মেশিন ও ড্রায়ার ব্যবহার করুন:
যাদের বাসায় ওয়াশিং মেশিন রয়েছে, তারা ড্রায়ার ফিচার ব্যবহার করে কাপড় অনেকটাই শুকিয়ে নিতে পারেন। তারপর ফ্যানের নিচে রাখলে স্যাঁতস্যাঁতে ভাবও কেটে যাবে।
হেয়ার ড্রায়ার বা ইস্ত্রির সহায়তা নিন:
অল্প পরিমাণ কাপড় শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। আবার কাপড় চিপে নিয়ে ইস্ত্রি করে ফ্যানের বাতাসে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ভিজে থাকার সম্ভাবনা থাকবে না।
এসি চালিয়ে শুকানো:
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ‘ড্রাই মোডে’ এসি চালিয়ে কাপড় শুকানোও একটি কার্যকর উপায়। এতে আর্দ্রতা দ্রুত কমে যায় এবং জামাকাপড় বেশি সময় ভেজা থাকে না। পরবর্তীতে ইস্ত্রি করে জীবাণুমুক্ত করা যায়।
বর্ষাকালে নিয়মিত কাপড় পরিষ্কার রাখার পাশাপাশি শুকনো রাখাও জরুরি। এসব উপায় মেনে চললে স্যাঁতসেঁতে গন্ধ, ছত্রাক বা জীবাণুর ভয় ছাড়াই আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।