জাতীয় কৃষক সমিতি, রাজবাড়ী জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক সমিতির সভাপতি সলেমান আলী মোল্লা (দলু)।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক। বক্তব্যে তিনি বলেন, “সমাজ থেকে দুর্নীতি সমূলে দূর করতে হবে। জননেতা রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দিতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য শেখ মনিরুজ্জামান ছালাম, জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার, অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, সুকুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, আইন সম্পাদক অ্যাডভোকেট আরব আলী এবং দলের অন্যতম নেতা শামসুল আলম বিশ্বাস, শাহাদাৎ হোসেন, লিয়াকত আলী প্রমুখ।
বক্তব্যে জনাব জ্যোতি শংকর ঝন্টু বলেন, “দেশে বৈষম্যের নামে লুটপাট চলছে, এটি বন্ধ করতে হবে। সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার সরকার।
অনুষ্ঠানে দলের নেতৃবৃন্দ রাজবাড়ীর কৃষকদের সমস্যা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।