রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি বাজার ও কালীবাড়ি মোড় এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৩ জুন ২০২৫) এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ও জেলা প্রশাসক, রাজবাড়ীর সার্বিক সহযোগিতায় এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে নিষিদ্ধ পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শনে অনিয়মসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এছাড়া বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:
১. কাজী স্টোর, আড়কান্দি বাজার – ৪,০০০ টাকা জরিমানা
২. মেসার্স মিলন মেডিকেল হল, আড়কান্দি বাজার – ৮,০০০ টাকা জরিমানা
৩. মেসার্স রাহা মেডিকেল হল, আড়কান্দি বাজার – ৬,০০০ টাকা জরিমানা
উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি; জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং রাজবাড়ী পুলিশ লাইন্স সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয় জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।