1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

বালিয়াকান্দিতে বাজার তদারকি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৫ মোট পাঠক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি বাজার ও কালীবাড়ি মোড় এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৩ জুন ২০২৫) এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ও জেলা প্রশাসক, রাজবাড়ীর সার্বিক সহযোগিতায় এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে নিষিদ্ধ পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শনে অনিয়মসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এছাড়া বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:

১. কাজী স্টোর, আড়কান্দি বাজার – ৪,০০০ টাকা জরিমানা
২. মেসার্স মিলন মেডিকেল হল, আড়কান্দি বাজার – ৮,০০০ টাকা জরিমানা
৩. মেসার্স রাহা মেডিকেল হল, আড়কান্দি বাজার – ৬,০০০ টাকা জরিমানা

উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি; জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং রাজবাড়ী পুলিশ লাইন্স সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয় জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

সাবস্ক্রাইব

Please enable JavaScript in your browser to complete this form.
Name

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।