রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুরে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। আজ, ২৮ জুন ২০২৫ ইং, শনিবার বিকাল ৫টায় আলাদিপুর মধ্যপাড়া বন্ধু মহল কমিটির উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয় আলাদিপুর মধ্যপাড়া বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ। টানা ৯০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে খেলা ২-২ গোলে ড্র হয়।
খেলা দেখতে নবীন-প্রবীণ দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর। দর্শকরা জানান, আজকের খেলাটি ঐতিহ্যবাহী আলাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি স্মরণীয় খেলা হয়ে থাকবে।
আলাদিপুর মধ্যপাড়া বন্ধু মহল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন বলেন,
“আমাদের বন্ধু মহল একটি অরাজনৈতিক সংগঠন। আজকের খেলাটি অত্যন্ত আনন্দঘন ও মনোরঞ্জক ছিল। খেলা শেষে উভয় দলের অংশগ্রহণে একসঙ্গে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের উদ্দেশ্য, যাতে তারা মাদক ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে থাকতে পারে। এই ধরনের আয়োজন আমরা নিয়মিতভাবে করতে চাই।”