নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই ট্রেড লাইসেন্স করতে আসা এক ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শাহীন মিয়া (৪২)। তিনি উপজেলার মির্জানগর ইউনিয়নের মেন্দেরকান্দী এলাকার বাসিন্দা। স্থানীয় হাসনাবাদ বাজারে স্যানিটারি সামগ্রী ও পাইপের ব্যবসা করতেন তিনি।
ঘাতক যুবকের নাম শামীম মিয়া (৩৮), তাঁর বাড়ি আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের পূর্বপাড়ায়। এলাকাবাসীর মতে, শামীম একজন পরিচিত মাদকাসক্ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ট্রেড লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান শাহীন মিয়া। তিনি অফিস কক্ষে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বারান্দা থেকে হঠাৎ দা হাতে ভেতরে ঢুকে পড়ে শামীম মিয়া। কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহীন মিয়ার মাথায় পরপর দুটি কোপ দেন তিনি।
রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন দ্রুত শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা বলেন, নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় ধারালো অস্ত্রের দুইটি গভীর কোপে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শামীম প্রায়ই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বারান্দায় বসে থাকতেন, কিন্তু এর আগে কখনো কোনো সহিংস ঘটনায় জড়াননি। তবে সম্প্রতি তাঁর আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবক শামীমকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা দাটিও জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এমন একটি নিরাপদ সরকারি প্রতিষ্ঠানে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।