গাজীপুর সদর উপজেলার মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদীর একটি শাখা নদীতে গোসল করতে নেমে রিয়াজুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্ধুবান্ধবদের সঙ্গে গোসল করতে গিয়ে হঠাৎ স্রোতের টানে ভেসে যায় সে। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিয়াজুল গাজীপুর সদর উপজেলার হাটখোলা এলাকার বাসিন্দা এবং মণিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলায়।
স্বজনদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রিয়াজুল ১০-১২ জন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। কিছু সময় পর হঠাৎ প্রবল স্রোতের টানে সে নিখোঁজ হয়ে যায়। বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে বিষয়টি জানানো হয় টঙ্গী ফায়ার সার্ভিসকে।
টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী জানান, খবর পেয়ে বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর রাত ৯টার দিকে রিয়াজুলের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী পারাপার ও গোসলের সময় সচেতনতা বাড়াতে অভিভাবক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।