শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে রয়েছে একাধিক চমক। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন ফর্মহীন নাজমুল হোসেন শান্তসহ আরও কয়েকজন পরিচিত মুখ।
নাজমুল হোসেন শান্ত টানা ১৯ ইনিংস ফিফটির দেখা না পাওয়ায় নির্বাচকদের আস্থা হারিয়েছেন। তাই এবারের স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। বাদ পড়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং নাহিদ রানা।
অন্যদিকে, ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দীর্ঘ দুই বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। একইভাবে চোট কাটিয়ে ফেরা অলরাউন্ডার সাইফউদ্দিনকেও দেখা যাবে ক্যান্ডিতে মাঠে।
দলে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন দুই গতি তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আক্রমণভাগে তাঁদের সঙ্গে থাকছেন শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস। তাঁর অধীনে ব্যাটিং ইউনিটে থাকছেন তরুণ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী ও শামীম হোসেন।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই, শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই।
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।
বাংলাদেশের এই স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশ্রণ থাকায় সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশা করছে ক্রিকেটপ্রেমীরা।