জাগো হে মানব শিল্পের ছোঁয়ায়। এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর নাট্য সংগঠন স্বদেশ নাট্যাঙ্গনের আয়োজনে ৩ দিন ব্যাপী গীতরঙ্গ কর্মশালা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে।
বিকালে রাজবাড়ী শিল্পকলা একাডেমির হল রুমে এই কর্মশালার উদ্বোধন করেন স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা সাংবাদিক লিটন চক্রবর্তী।এসময় উপস্থিত থেকে অংশগ্রহণকারিদের মধ্যে আলোচনা করেন স্বপ্ন ডাঙ্গা পাঠশালার প্রতিষ্ঠাতা রেজা করিম।
কর্মশালায় অংশগ্রহণ করছে ৩০ জন ছাত্র ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী।
উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন বরেণ্য শিক্ষক ও নাট্যবিদ ড,বিপ্লব বালা।
আগামীকাল প্রশিক্ষণ প্রদান করবেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, শিক্ষক ও সংগীত শিল্পী দেবাশীষ বিশ্বাস এবং শিক্ষক ও গবেষক ড,কামাল উদ্দিন কবির।
তিন দিনের এই গীতরঙ্গ কর্মশালা কর্মশালা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে স্বপ্নডাঙ্গা গীতরঙ্গ চর্চা ও গবেষণা প্রাঙ্গণ