সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর নির্মিত একটি ৬ তলা ভবন এবং রাজবাড়ীর পাংশা উপজেলায় ৩০ শতাংশ জমির ওপর নির্মিত একটি ৩ তলা ভবন।
দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, জিল্লুল হাকিম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে কমিশন একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব সম্পদ আসামির ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট এবং তিনি এগুলো হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন—যা রাষ্ট্রীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এসব সম্পদ ক্রোক করা জরুরি হয়ে পড়ে।
এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি একই আদালত জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের নামে থাকা ২৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব হিসাবে মোট ১৪ কোটি ২৫ লাখ টাকা জমা রয়েছে। গত বছরের ১৭ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত সম্পদগুলো বিক্রি বা স্থানান্তর থেকে বিরত রাখা হবে।