গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে তরিকুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসককে প্রকাশ্যে অপহরণের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (২ মে) বিকেল চারটার দিকে উপজেলার হাতি চামটার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এখন ভাইরাল।
অপহৃত তরিকুল ইসলাম ভাতগ্রামের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে পল্লিচিকিৎসক হিসেবে চেম্বার পরিচালনা করতেন। তিনি বাজারে যাওয়ার সময় পথরোধ করে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে নিয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, একদল ব্যক্তি তরিকুলকে টেনেহিঁচড়ে ভ্যানে তোলে। এ সময় তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং তিনি আশপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। ভিডিওটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
শনিবার বিকেলে ভুক্তভোগীর ছোট ভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে মিলন ও সুমন নামের দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাপয়সা লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরেই এই অপহরণ ঘটেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভিডিও বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, অপহৃত তরিকুলকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও শনিবার রাত পর্যন্ত তরিকুলের কোনো খোঁজ মেলেনি।