1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

খালেদা জিয়াকে বরণে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৭ মোট পাঠক
খালেদা জিয়াকে বরণে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি
খালেদা জিয়াকে বরণে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি

ঢাকা, ৫ মে ২০২৫ — বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আগামী মঙ্গলবার (৬ মে)। তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রোববার (৪ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে বরণ করতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত পথজুড়ে ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড ও ৬২০টি ইউনিটের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকবেন।”

এ সময় তিনি আরও জানান, দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তাকেও গণসংবর্ধনার মাধ্যমে বরণ করে নেয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

আমিনুল হক বলেন, “প্রিয় নেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই বাঁধভাঙা উচ্ছ্বাস ঠেকানোর ক্ষমতা কারও নেই।”

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, “কিছু ষড়যন্ত্রকারী নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তারা চায় দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করতে। তবে জনগণ গণতন্ত্র চায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট সমন্বয়ক আকতার হোসেন, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরাঞ্চলে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতারা আশা করছেন, এই আগমন বিএনপির চলমান রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।