রাজধানীর গেন্ডারিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া থানাধীন শরাফতগঞ্জ লেনের পীর সাহেবের গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মোঃ আলমগীর (৩৫), পিতা- মৃত শেখ তপু, বর্তমান ঠিকানা: খোকা ভিলা, শরাফতগঞ্জ লেন, গেন্ডারিয়া, ঢাকা
২. মোঃ হৃদয় শাহেদ (৪২), পিতা- মোঃ ফরিদ, ভাড়াটিয়া, ৩৪ এস কে দাস রোড, গেন্ডারিয়া, ঢাকা
৩. মোঃ জুয়েল (২৪), পিতা- শফিক, গ্রাম- ডোহরি বিক্রমপুর, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ।
র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ছুরি, একটি কালো রঙের টর্চ লাইট, পুলিশের স্টিলের হাতকড়া, একটি লোহার হাতুড়ি, ৮৪টি চাবিসহ একটি কালো ব্যাগ এবং একটি টুল সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগীরের স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় অভিযান চালিয়ে আরও একাধিক চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
একটি ৫৬ ইঞ্চি এলইডি টিভি
একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি
একটি ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি
বাংলাদেশ পুলিশের কাঁধ ব্যাগ
৩টি ছোট টর্চ লাইট
একটি বডি ওয়ান ক্যামেরা
৬টি ছুরি
একটি কাঁচি
দুটি ফ্লোডিং পকেট টুল সেট
একটি চার অ্যান্টেনা বিশিষ্ট রাউটার
একটি টিভি কার্ড
একটি ক্যানন ক্যামেরা
একটি স্যামসাং গ্যালাক্সি ট্যাব
৮টি বাটন মোবাইল
একটি হুয়াওয়ে অ্যান্ড্রয়েড মোবাইল
একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল।
র্যাব-১০ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।