রাজবাড়ীর কালুখালী থানার পুলিশ বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মোল্লা (৩৪)।
শনিবার (১১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কালুখালী থানার এসআই মো. মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বল্লবপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া মিজানুর রহমান মোল্লা কালুখালী উপজেলার বহরের গ্রামের বাসিন্দা এবং ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কালুখালী থানায় নিয়মিত মামলা (এফআইআর নং-৩, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫) দায়ের রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় রুজু হয় এবং তিনি এতে সন্দেহভাজন আসামি ছিলেন।
আসামিকে গ্রেফতারের পর থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন কালুখালী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা।