রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।
শুক্রবার (৯ মে) বিকেল ৪টায় ইউনিয়নের রায়নগর গ্রামে আব্দুর রাজ্জাকের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তার স্ত্রী আকলিমা খাতুন, যিনি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে আকলিমা খাতুন বলেন, “আমার স্বামী ২০০৯ সাল থেকে কালিকাপুর ইউনিয়নের বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ৪ মে গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারি, তাকে বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন না।”
তিনি আরও বলেন, “সরকারি চাকরির দায়িত্ব পালন করে স্বামীর জামিন করানো সম্ভব হচ্ছে না। আমি তার নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাকের ভাই আব্দুল হাকিম ফকির, আবুল কাশেম ফকির, আব্দুল হালিম এবং তার তিন কন্যা ও এক পুত্রসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে মিথ্যা মামলা ব্যবহার করা হচ্ছে। তারা আব্দুর রাজ্জাকের বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
স্থানীয় এলাকাবাসী বলেন, “আব্দুর রাজ্জাক জনপ্রিয় একজন জনপ্রতিনিধি। তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে হয়রানি করা হচ্ছে। আমরা তার মুক্তির দাবি জানাই।”
উল্লেখ্য, পাংশা মডেল থানার মামলা নং-০৫, তারিখ-০৯/০২/২০২৫; বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(১)/১৫(৩) ধারায় আব্দুর রাজ্জাককে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়।