রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার দৌলতদিয়ার সোহরাব মণ্ডল পাড়া এলাকা থেকে মো. আজিজুল ইসলাম মণ্ডল (২৭) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আজিজুলের পিতা মো. আমজাদ মণ্ডল ও মাতা জয়গন বেগম। তিনি দৌলতদিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় (নং-১০, তারিখ: ১০/১২/২০২৪) দণ্ডবিধির একাধিক ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আজিজুল ইসলাম মণ্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে।