রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চাচার বৌভাতের অনুষ্ঠানের জন্য গ্লাস আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রণয় সরকার (২৫) নামের এক যুবক। তার মৃত্যুর খবরে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া।
শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার মাঠের সামনে জামালপুর-কোলারহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রণয় সরকার লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে এবং রাজবাড়ী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন।
প্রণয়ের দাদা প্রদীপ সরকার জানান, চাচা রমা প্রসাদের বৌভাত উপলক্ষে প্রণয় বাড়ি থেকে মোটরসাইকেলে করে জামালপুর বাজারে যাচ্ছিলেন ওয়ানটাইম গ্লাস আনতে। পথে নলিয়া মেলার মাঠের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার আকস্মিক মৃত্যুতে বাড়িতে উৎসবের আমেজ মুহূর্তেই কান্নায় রূপ নেয়। পরিবারের সদস্যসহ পুরো গ্রামবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর ট্রলির চালক গাড়িসহ পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।