পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টার দিকে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সঞ্জয় চন্দ্র রায় (১৪) এবং অনিক চন্দ্র রায় (১৩)। সঞ্জয় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং অনিক লক্ষীরহাট এলাকার একটি ওয়েল্ডিং দোকানে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার বাসিন্দা। সঞ্জয় রাজকুমার রায়ের ছেলে এবং অনিক অতুল বর্মনের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে বাড়ি ফেরার সময় তারা বাইসাইকেলে ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালক ও সহকারীকে আটকে রাখে। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক আব্দুল হালিম (৬০) এবং সহকারী মো. জাহিদ হাসান (২৫) কে আটক করে থানায় নিয়ে যায়। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, এই মর্মান্তিক দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।