রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল কুমার সরকার হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার (৪ মে) সকাল ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাটের মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম রুবেল শেখ (২৭)। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি এলাকার মো. তোফসের আলী শেখের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এই নিয়ে সুশীল হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রুবেল শেখ সুশীল হত্যা মামলার অভিযুক্ত। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দের কাটাখালী বাজারে দুর্বৃত্তদের গুলিতে ও গলা কেটে খুন হন চরমপন্থী দলের সদস্য সুশীল কুমার সরকার (৫৮)। এ ঘটনায় পরদিন তার ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৪, তারিখ-২৩/০৯/২০২৪)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রুবেলসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।