ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষাকে ডিগ্রির সমমর্যাদা দেওয়ার এক দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ করেছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটসহ চারটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সদর হাসপাতাল সড়ক হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
প্রায় দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে আন্দোলন করে আসছেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের মো. মানিক মিয়া, দিশা বিশ্বাস এবং আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের আশিকুর রহমান, সাখাওয়াত হোসেন, কোকিলা দেবনাথ প্রমুখ।
তারা জানান, ডিপ্লোমা কোর্সকে ডিগ্রির সমমর্যাদা না দিলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।