রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ। রোববার সকালে মাছটি জেলে চান মিয়ার জালে ধরা পড়ে এবং পরে এটি উন্মুক্ত নিলামে ৫২ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়।
জেলে চান মিয়া জানান, ভোররাতে একটি ট্রলারে তার দলসহ নদীতে মাছ ধরতে যান। অনেক জায়গায় জাল ফেললেও মাছ পাওয়া যাচ্ছিল না। পরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেললে বড় ঝাঁকুনিতে বুঝতে পারেন বড়সড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখেন বিশাল এক কাতল মাছ।
মাছটি ওজন করা হয় দৌলতদিয়ার সাইদ মোল্লার মাছের আড়তে। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি ফেরিঘাটের পল্টুনে বেঁধে রাখা হয়েছে এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্রেতা খোঁজা হচ্ছে—উচ্চ দামে বিক্রির আশায়।
বৃহৎ আকৃতির এই মাছটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।