ঢাকা: রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা পল্টনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ২৫ মিনিটে ‘সাব্বির টাওয়ার’ নামে ভবনটির ১১ তলার ছাদে আগুন লাগে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। ভবনের আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, “আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনতে। আপাতত আগুন ছড়িয়ে পড়া ঠেকানো গেছে।”
ঘটনার আপডেট জানতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।