ভারত নিয়ন্ত্রিত জম্মুতে টানা বিস্ফোরণ ও ব্ল্যাকআউট পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বৃহস্পতিবার গভীর রাতে জম্মু, আখনুর, সাম্বা ও পাঠানকোটসহ বেশ কয়েকটি এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একাধিক শহরে বাজতে শুরু করেছে সাইরেন, বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ—পুরো এলাকায় কার্যত ‘ব্ল্যাকআউট’।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ১৫টি বড় শহরে হামলার পরিকল্পনায় ব্যর্থ হয়ে এখন জম্মুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা মোবাইলে ধারণ করা ভিডিওতে জম্মুর আকাশে অগ্নিশিখা ও আলো ঝলকানি দেখা গেছে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় প্রতিক্রিয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
এই ঘটনার ছায়া পড়েছে কুপওয়ারা, পাঠানকোট ও পাঞ্জাবের গুরুদাসপুরেও। এসব এলাকায় সতর্কতা হিসেবে ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্তবর্তী এলাকাগুলোতে রকেট হামলার আশঙ্কায় উচ্চমাত্রার নিরাপত্তা জারি করা হয়েছে।
এই হামলাকে পাকিস্তানের প্রত্যাঘাত হিসেবে ব্যাখ্যা করেছে ওপার বাংলার সংবাদমাধ্যম আনন্দবাজার। তাদের দাবি, হয়তো ভারতীয় হামলার জবাবেই বৃহস্পতিবার রাতে এ বিস্ফোরণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
তবে ভারতীয় এই অভিযোগ সম্পর্কে এখনো পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসলামাবাদ থেকেও এই হামলার বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এই মুহূর্তে সীমান্তজুড়ে উত্তেজনা চরমে। আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে উপমহাদেশের এই দুই পরমাণু শক্তিধর দেশের পরিস্থিতি।