খুলনা, ৮ মে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় উত্তেজিত জনতা খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, মাগরিবের নামাজের পরপরই ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে পত্রিকা অফিসের শাটারের তালা ভেঙে ভিতরের মালামাল রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেয়। আগুনে অফিসের কম্পিউটার, টেবিল-চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় সাংবাদিকেরা পরিস্থিতি পরিদর্শন করেন।
খুলনা মহানগর পুলিশের কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, “সংবাদ পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।”
বিতর্কের সূত্রপাত হয় দেশ সংযোগ পত্রিকার বৃহস্পতিবারের সংস্করণে একটি সংবাদ প্রকাশের পর। সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেনের মৃত্যুতে “প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শোক” শিরোনামে সংবাদ ছাপা হয়। সংবাদটিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার কয়েকজন সাবেক সংসদ সদস্যকে বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকালীন সরকার কার্যকর থাকায় এ ধরনের উল্লেখে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুবুল আলম সোহাগ, যিনি খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন, বলেন, “এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা সংবাদটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিফট ইনচার্জকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবু এই ঘটনার পর আমার সব শেষ হয়ে গেল।”
পত্রিকা অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজ ও পেশাজীবী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনায় স্বাধীন সংবাদমাধ্যমের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।