রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু হাসানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা খন্দকার আঃ ওহাবের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট রাজবাড়ী সরকারি কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সারা দেশের মতো রাজবাড়ীতেও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। ওই দিন রাজবাড়ী টি.এন.টি এলাকায় মিছিল চলাকালে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ককটেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে অনেকে আহত হন।
এ ঘটনায় গত ২৬ আগস্ট রাজবাড়ী সদর থানায় এফআইআর দায়ের করা হয় (মামলা নম্বর-১০)। মামলায় দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন এবং আবু হাসানকে গ্রেফতার করেন। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, এ মামলায় তদন্তে আবু হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।