রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬১ পুরিয়া হেরোইনসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ইউনিয়নের মাংস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভাই ভাই গোস্তর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মাধব ঘোষ (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাধব ঘোষ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ঘিওর ৪নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি জীবিত চন্দ্র ঘোষ ও রানী ঘোষের ছেলে।
পুলিশ জানায়, তার কাছ থেকে ৬১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গোয়ালন্দঘাট থানা সূত্রে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।