1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

আমির খানের নতুন সিনেমা,নকলের অভিযোগ নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮ মোট পাঠক
আমির খানের নতুন সিনেমা,নকলের অভিযোগ নিয়ে বিতর্ক
আমির খানের নতুন সিনেমা,নকলের অভিযোগ নিয়ে বিতর্ক

তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। আসছে ২০ জুন মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’, যেখানে আমিরকে দেখা যাবে প্রযোজক ও অভিনেতা—দুই ভূমিকায়। তবে সিনেমাটি মুক্তির আগেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কারণ, ছবিটির গল্প নকল বলে দাবি করছেন নেটিজেনরা।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত ট্রেলার দেখে অনেকেই বলছেন, ‘সিতারে জমিন পার’ মূলত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর হুবহু নকল। যদিও প্রযোজনা সংস্থা আগে থেকেই জানিয়ে দিয়েছিল এটি একটি অনুপ্রাণিত সিনেমা, তবে দর্শকরা বলছেন, এটি অনুপ্রেরণা নয়, একেবারে ফ্রেম বাই ফ্রেম রিমেক

‘ক্যাম্পিওনস’ সিনেমাটি এক কোচের গল্পকে কেন্দ্র করে নির্মিত, যিনি বিশেষভাবে সক্ষম একদল ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলেন। সেই প্রেক্ষাপটেই এগিয়ে যায় আমির খানের নতুন ছবিটিও। ট্রেলারে এমন ইঙ্গিত পাওয়ার পর থেকেই দর্শকদের একাংশের বিরূপ প্রতিক্রিয়া সামনে এসেছে।

একজন সামাজিকমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, “তিন বছর পর প্রত্যাবর্তন করতে যাচ্ছেন আমির খান। এতদিন পর তিনি যদি পুরোপুরি মৌলিক কোনো কাজ নিয়ে আসতেন, তাহলে সেটা আরও সম্মানজনক হতো। শাহরুখ খান যেমন ‘পাঠান’ দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছিলেন, তেমন কিছু প্রত্যাশা ছিল।”

আরেকজন লেখেন, “‘লাল সিং চাড্ডা’ যেমন ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ছিল, তেমনি এই ছবিটিও স্প্যানিশ সিনেমার কপি। এমনকি কিছু দৃশ্য প্রায় একেবারে হুবহু রাখা হয়েছে। টিউবলাইট পড়ার দৃশ্যটাও একই রকম! আমিরের কাছ থেকে ভিন্ন কিছু আশা করেছিলাম।”

উল্লেখ্য, আমির খানের ২০২২ সালের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর থেকে তিনি মিডিয়ার সামনে নিজেকে গুটিয়ে রাখেন। ফলে ‘সিতারে জমিন পার’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু এখন অনেকে প্রশ্ন তুলছেন—এই সিনেমা কি আদৌ আমির খানের প্রত্যাবর্তনের উপযুক্ত মাধ্যম?

তবে সব বিতর্ক সত্ত্বেও, আমির খানের ভক্তরা আশাবাদী যে ছবিটি প্রেক্ষাগৃহে আলাদা প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, ২০ জুন মুক্তির পর ‘সিতারে জমিন পার’ কি সত্যিই দর্শকদের মন জয় করতে পারে, নাকি এটি হবে আরেকটি বিতর্কিত রিমেক!

4o

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।