দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন করে আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মে পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫,৭৯৯.৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২৫.৭৯ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ (Balance of Payments and International Investment Position Manual version 6) অনুযায়ী হিসাব করলে বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০,৫৬২.২৪ মিলিয়ন ডলার বা ২০.৫৬ বিলিয়ন ডলার।
এর আগে, চলতি মাসের ২২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫,৬৪২.৭৪ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী হিসাব করা রিজার্ভ ছিল ২০,২৭২.৭০ মিলিয়ন ডলার। অর্থাৎ, পাঁচ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১৫৬.৮১ মিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে প্রায় ২৮৯.৫৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি আয় ও প্রবাসী আয় কিছুটা বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকায় রিজার্ভে এ উন্নতি দেখা যাচ্ছে।
উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করতে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করা হয়, যা দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রার সক্ষমতা তুলে ধরে।
বিশ্লেষকরা বলছেন, রিজার্ভে এই ধারা বজায় থাকলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক লেনদেনে আস্থার পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।