আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনে দেশের অর্থনৈতিক ও সামাজিক খাতে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের পক্ষ থেকে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিএনপি বলেছে, সরকার গঠনের পর প্রথম ছয় মাসে তারা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, নারী ক্ষমতায়ন, কৃষি, আইটি খাত ও প্রবাসীকল্যাণসহ মোট ২০টিরও বেশি খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন কার্যক্রম শুরু করবে। এ সময়ের মধ্যে কমপক্ষে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আমীর খসরু বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং টেকসই ভবিষ্যতের ভিত্তি গড়তে একটি স্বচ্ছ, উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক পরিকল্পনা বাস্তবায়ন হবে আমাদের অগ্রাধিকার।”
বিএনপি জানিয়েছে, এই কর্মসূচি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং নির্বাচনের আগে থেকেই একটি অ্যাকশন-ওরিয়েন্টেড রোডম্যাপ প্রস্তুত করা হবে, যাতে প্রতিটি পদক্ষেপের সময়সীমা ও দায়িত্ব নির্ধারণ থাকবে।
বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর মতো, বাংলাদেশেও সরকার গঠনের আগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রথম ১০০ বা ১৮০ দিনের পরিকল্পনা জানানো উচিত বলে মনে করে বিএনপি। “আমরা একটি বাস্তবসম্মত সংস্কৃতি চালু করতে চাই,” বলেন আমীর খসরু।
এই পরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারই নয়, বরং জনগণের আস্থা ও আশার নবদিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।